বকনা বা গাভীর গরম হওয়ার লহ্মণ || Symptoms During Estrous of Cow

বকনা বা গাভী গরম হলে বিভিন্ন ধরনের স্বভাবগত ও শারীরবৃত্তীয় লহ্মণ ও পরিবর্তন দেখা দেয়।


✅ বকনা বা গাভী অশান্ত থাকবে এবং একজায়গায় দাঁড়িয়ে না থেকে ছটফট করবে।
✅ গরম হওয়ার শুরুতে নিজে অন্য পশুর উপর লাফ দিবে এবং পুরোপুরি গরম অবস্থায় অন্য পশুকে নিজের উপর লাফ দিতে উদ্বুদ্ধ করবে।
✅ অন্য পশুকে নিজের পশ্চাৎদেশ চাটতে দিবে।
 ✅ দুধালো গাভীর হ্মেত্রে হঠাৎ করে দুধ দেয়া কমে যাবে।
✅ খাওয়ার আগ্রহ কমে যাবে।
✅ বকনা বা গাভীকে খুবই সতর্ক মনে হবে এবং সবসময় কান খাড়া করে থাকবে।
✅ ঘনঘন অল্প পরিমানে প্রস্রাব ও পায়খানা করবে।
✅ বকনা বা গাভী লেজ নাড়তে থাকবে।
✅ যোনি পথ দিয়ে স্বচ্ছ মিউকাস বা শ্লেষ্মা বের হবে
✅ হাত দিয়ে যোনিমুখ সামান্য ফাঁক করলে ভেতরটা অন্য সময়ের চেয়ে বেশি লালচে দেখাবে।
✅ স্পেকুলামের সাহায্যে সার্ভিক্সের মুখ দেখলে মনে হবে সার্ভিক্স খোলা রয়েছে।
✅ বকনা বা গাভী হাম্বা হাম্বা করে অনবরত ডাকতে থাকবে।
✅ শরীরের তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে।
✅ রক্তে প্রথমে ইস্ট্রোজেন ও পরে লিউটিনাইজিং হরমোনের মাত্রা বেড়ে যাবে।

Comments