ভিটামিন ঔষধ প্রয়োগের মাধ্যমে || গরু মোটাতাজাকরন.




► প্রথম ধাপে :- কৃমিনাশক ঔষধ Endex বা Ranadex প্রয়োগ করার কথা বলা হয়েছে। এবং কৃরিমিনাশক ঔষধ প্রয়োগের সেইদিন বা তার পরের দিন থেকে প্রতিটা গরুর জন্য "হেপাটোভেট সিরাপ" দৈনিক ১০০ গ্রাম করে সর্বনিম্ন ৫ দিন খাওয়ানোর কথা বলা হয়েছে। তবে দৈনিক ১০০ গ্রাম করে ১০ দিন খাওয়াতে পারলে খুব দ্রুত মোটাতাজাকরনের ভাল ফলাফল পাওয়া যায়। ► দ্বিতীয় ধাপে : Vita - ADE (vet) ব্যবহারবিধি:- একটি গরুর জন্য 10 সি.সি./মি.লি. করে প্রতি সপ্তাহে দিতে হবে এভাবে তিন সপ্তাহ প্রয়োগ করতে হবে। প্রথম সপ্তাহে ১০মি.লি + দ্বিতীয় সপ্তাহে ১০মি.লি. + তৃতীয় সপ্তাহে ১০মি.লি. সর্বমোট ৩০ মি.লি প্রয়োগ করতে হবে। ► তৃতীয় ধাপে : Catophos (vet) injection ক্যাটোফস (ভেট) ইনজেকশন ব্যবহারবিধি :- একটি গরুর জন্য 10 সি.সি./মি.লি. করে প্রতি সপ্তাহে দিতে হবে। এভাবে তিন সপ্তাহ প্রয়োগ করতে হবে। প্রথম সপ্তাহে ১০মি.লি + দ্বিতীয় সপ্তাহে ১০মি.লি. + তৃতীয় সপ্তাহে ১০মি.লি. সর্বমোট ৩০ মি.লি প্রয়োগ করতে হবে। সতর্কবাণী : Vita - ADE (vet) এবং Catophos (vet) একসঙ্গে একই দিনে প্রয়োগ করা যাবে না। ► চতুর্থ ধাপে :- Hemovit (vet) injection হিমোভিট (ভেট) ইনজেক্শন ব্যবহারবিধি : প্রতি ৪৮ ঘন্টায় ১০ মি.লি.করে অর্থাৎ আজকে ১০ মি.লি. প্রয়োগ করলে ঠিক ৪৮ ঘন্টা পর / ২ দিন পর পর ১০ মি.লি. এভাবে ৩ টি ১০ মি.লি হিমোভিট ইনজেকশন ৪৮ ঘন্টা / ২ দিন পর পর ৬ দিনে প্রয়োগ করতে হবে।

●●●
ছবির মাধ্যমে সকল ঔষধগুলো দেখানো হলো ১. কৃমিনাশক ঔষধ Ranadex 👉 ২. Vita - ADE (vet) 👉 ৩. Catophos (vet) injection 👉 ৪. Hemovit (vet) injection




Comments

  1. গরুর খাওয়ার রুচি বাড়াতে চাই

    ReplyDelete
  2. কোনটা কয়দিন পর দিতে হবে নাকি সব এক সাথে

    ReplyDelete

Post a Comment