গবাদি প্রাণীর রক্ত আমাশয়ের সমাধান
প্রিয় দর্শক,
এই ভিডিওতে আমরা দেখিয়েছি গবাদি প্রাণী ( গরু, ছাগল, ভেড়া, মহিষের পাতলা পায়খানা এবং রক্ত আমাশয় হলে কি করবেন এবং কিভাবে এটার সমাধান করবেন।
সমাধানের আগে কিছু কথা বলে নেই।
পাতলা পায়খানা গরু ছাগলের একটি কমন রোগ। একটি সুস্থ গরু ছাগল যে কোন সময় এই পাতলা পায়খানা করতে পারে
এটা নিয়ে চিন্তিত হওয়ার কোন কারণ নেই। সঠিক চিকিৎসা দিলে এটা ভাল হয়ে যায়। গবাদি প্রাণীর বদহজমের কারণে পাতলা পায়খানা হয়ে থাকে।
চিকিৎসা নিয়ে কথা বলা যাক।
প্রেসক্রিপশন ( ১ )
===========
গবাদি প্রাণী গর্ভবতী থাকলে এই ঔষধ ব্যবহার করা যাবে।
Rx.
injection. Diadin /Salidon |
Rx.
Tablet. Sulpha -3 / Tresulpha |
এখানে আমি ২ টি পেসক্রিপশন দিয়েছি। একটি ইনজেকশন (injection) করতে হবে । অপরটি ট্যাবলেট ( tablet) অর্থাৎ খাওয়াতে হবে। এই ২ টির মধ্যে আপনারা যে কোন একটি ব্যবহার করতে পারেন।
ইনজেকশন ( injection) ব্যবহার করলে এখানে আমি ২ টি ইনজেকশনের নাম দিয়েছি
1) Diadin
2) Salidon
এই ২ টির মধ্যে যে কোন একটি ব্যবহার করতে পারেন।
কি মাত্রায় প্রয়োগ করবেন প্যাকেটের ভিতর বা প্যাকেটের গায়ে দেওয়া নির্দেশনা/ সেবন বিধি : দেখে নিন।
ট্যাবলেট ( Tablets) ব্যবহার করলে এখানে আমি ২ টি ট্যাবলেটের নাম দিয়েছি
1) Tab. Sulpha- 3
2) Tab. Tresulpha
এই ২ টির মধ্যে যে কোন একটি ব্যবহার করতে পারেন।
প্রেসক্রিপশন ( ২ )
==============
গর্ভবতী থাকলে এই ওষধ ব্যবহার করা যাবে না।
Rx.
Tab. Sulpha Plus
Tab. Metrovet
Or
Rx.
Tab. Sulphadin - S
Tab. Dirovet
পর পর ৩ দিন ব্যবহার করতে হবে।
২০ কেজি ওজনের জন্য অর্ধেক ট্যাবলেট এবং ৪০ কেজি ওজনের জন্য ১ টি করে ট্যাবলেট।
প্রেসক্রিপশন ( ৩ )
==============
গবাদি প্রাণী গর্ভবতী থাকলে এই ঔষধ ব্যবহার করা যাবে না।
অতিরিক্ত রক্ত আমাশয় হলে সর্বশেষ ধাপে এই পেসক্রিপশনে দেওয়া ঔষধ ব্যবহার করতে হবে।
আমি উপরে যে ২ টি পেসক্রিপশন দেখিয়েছি ঐ পেসক্রিপশন ব্যবহার করে যদি কোন কাজ না হলে এই ঔষধ ব্যবহার করতে হবে ।
Rx.
Tab. Sulpha Plus
Tab. Metrovet
Tab. Ciprocin Vet
ORS ওরস্যালাইন চলবে
Zisvet Syrup খাওয়াতে হবে।
পর পর ৩ দিন ব্যবহার করতে হবে।
২০ কেজি ওজনের জন্য অর্ধেক ট্যাবলেট এবং ৪০ কেজি ওজনের জন্য ১ টি করে ট্যাবলেট।
- Social Media-
Our Facebook Page ► facebook.com/dreamagrolife
|
Wellcome DR
ReplyDeleteআমাশয় হলে করণীয়
ReplyDelete